ঢাকা: চলতি বছরের ১৬ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ডিবি পুলিশ ও আসামি বহনকারী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ উপপরিদর্শক(এসআই) আব্দুল মালেক মারা গেছেন।
সোমবার(১২ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর মারা যান আসামি সৌকত আলী ও ৩ অক্টোবর মৃত্যু হয় আসামি নাজিমের।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পিসি/
** চৌদ্দগ্রামে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধরা ঢামেকে
** চৌদ্দগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১।