ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সওজের স্টাফ কোয়ার্টারে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
খাগড়াছড়িতে সওজের স্টাফ কোয়ার্টারে অগ্নিকাণ্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির সড়ক ও জনপথ (সওজ) বিভাগের স্টাফ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে দুইটি ঘর।



সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে রেড ক্রিসেন্ট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লা।

অন্যদিকে, ঘটনার পরপরই খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।