ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দুই বাড়িতে ডাকাতি, এক ডাকাত ‍আটক

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ফরিদপুরে দুই বাড়িতে ডাকাতি, এক ডাকাত ‍আটক

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন।

ডাকাত সন্দেহে একজনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (১২অক্টোবর) দিবাগত গভীর রাতে বোয়লমারীর দাঁদপুর ইউনিয়নের পূর্ব ভাটদি গ্রামে ও সালথার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

বোয়লামারীর দাদপুর ইউনিয়নের পূর্ব ভাটদি গ্রামের মান্নান মেম্বার ও রশিদ শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতের হামলায় চারজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালমারীর দাঁদপুর ইউনিয়নের পূর্বভাটদি গ্রামে মৃত মান্নান মেম্বার ও তার চাচা রশিদ ফকিরের বাড়িতে রোববার দিবাগত রাত ২টার দিকে ডাকাতি সংঘটিত হয়।

এ সময় ডাকাতরা তিন ভরি ওজনের স্বর্ণালংকারসহ নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতের অস্ত্রের আঘাতে আহত প্রতিবেশি পাচু মোলকে (৫৫) যশোর সিএমএইচএ, রশিদ ফকিরকে (৬৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মান্নান মেম্বারের স্ত্রী শাহেরা বেগম (৫৫) ও চাচাত বোন হাসিনা বেগমকে (২৫) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত শাহেরা বেগম জানান, ওইদিন রাত ২টার দিকে মুখোশধারী ডাকাত দল প্রথমে তার ঘরের দরজা ভেঙ্গে ও পরে চাচা শ্বশুর রশিদ ফকিরের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ওই দুই ঘর থেকে তিন ভরি সোনা ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ও তাদের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আমিনুল হক জানান, খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি।
  
এদিকে ফরিদপুরের সালথায় মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে হোসেন আলী মীরের বাড়িতে এই ডাকাতি সংগঠিত হয়। এঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

হোসেন আলী মীর জানান, রোববার (১২ অক্টোবর) রাত ২টার দিকে ৫/৬ জনের একটি ডাকাত দল গ্রিলের জানালা কেটে ঘরের মধ্যে প্রবেশ করে পরিবারের সবাই অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৯২ হাজার টাকা, দুই ভড়ি ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় স্থানীয়রা টের পেলে চারদিক থেকে ডাকাত দলকে ঘিরে ধরার চেষ্টা করে। এতে ঘটনাস্থল থেকে সুজন ভৌমিক (২৫) নামে এক তরুণকে আটক করা হয়। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, আমাদের ধারণা এটা কোনো ডাকাতি নয় চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় এক চোরকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।