ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মামলা জট যানজটের চেয়ে ভয়াবহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
মামলা জট যানজটের চেয়ে ভয়াবহ

সাতক্ষীরা: বর্তমানে মামলা জট যানজটের চেয়ে ভয়াবহ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সাতক্ষীরা সার্কিট হাউজে আয়োজিত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় হাইকোর্টের ৩১ লাখ মামলাকে অর্ধেকে কমিয়ে আনা সম্ভব হয়েছে। বিচারকদের সময়নিষ্ঠতা, যথাযথ পুলিশি তদন্ত, যথাসময়ে সাক্ষী হাজির করা, আইনজীবীদের দক্ষতা ইত্যাদির মাধ্যমে দেশের মামলা জট কমিয়ে আনা সম্ভব।  

দেশের অনেক আইনেই মরিচা ধরেছে উল্লেখ করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, ১৮৬০ সালের ঔপনিবেশিক আইনের মাধ্যমে আধুনিক কল্যাণকর রাষ্ট্রে গঠন সম্ভব নয়। এসব সিআরপিসি আইনের ৪০ ভাগই অকার্যকর হয়ে পড়েছে। আইনগুলো যুগোপযোগী করতে আইন কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছে।

নিম্ন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, সরকারি সময়সীমা মেনে চলতে হবে। হাইকোর্টে ইতোমধ্যে এ বিষয়টি নিশ্চিত করা গেছে।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু মুনসুর মো. জিয়াউল হক, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, অ্যাডভোকেট গাজী লুৎফর রহমান, অ্যাডভোকেট ওসমান গনি, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।