ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

তারাগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
তারাগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় ওভারটেকিং করতে গিয়ে বিআরটিসি বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন-কিয়ামুল হক রাজু (৪০) ও সৌরভ কুমার (৪৮)।

রংপুর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া ও তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থ‍ানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস (নং বগুড়া-ব -১১-০০৩৯) দিনাজপুর যাওয়ার পথে জিগাতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে বাসটি খাদে পড়ে।

এতে ঘটনাস্থলেই কিয়ামুল হক রাজু নিহত হন। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রসুলপুর গ্রামের মাজহারুল হকের ছেলে।

এদিকে, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সৌরভ কুমার মারা যান। নিহত সৌরভের বাড়ি খুলনায়।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।