ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ৭৩৩ পূজামণ্ডপের প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কুমিল্লায় ৭৩৩ পূজামণ্ডপের প্রস্তুতি

কুমিল্লা: সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলায় ৭৩৩ পূজামণ্ডপের প্রস্তুতি চলছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলানিউজকে এ  তথ্য নিশ্চিত করা হয়।



কুমিল্লা জেলায় গতবার পূজামণ্ডপ ছিল ছিল ৭০৪টি। এ বছর ২৯টি পূজামণ্ডপ বেশি তৈরি হচ্ছে। আর এসব পূজামণ্ডপ তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা নির্মাণ কারিগররা।

জেলা প্রশাসন সূত্র জানায়, এবার কুমিল্লা জেলা সদরে ৬৪, সদর দক্ষিণ উপজেলায় ৫১,  চৌদ্দগ্রামে ২১, নাঙ্গলকোটে ৮, লাকসামে ৩১, মনোহরগঞ্জ ১২, বরুড়ায় ৮৫, চান্দিনায় ৭০, দাউদকান্দিতে ৪৮, মেঘনাতে ২,  হোমনায় ৪১, তিতাসে ১১, মুরাদনগরে ১৫৪, দেবিদ্বারে ৮৪, বুড়িচং ৩৫ এবং ব্রাক্ষণপাড়া উপজেলায় ১৬টি পূজামণ্ডপ তৈরির কাজ চলছে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আগে পূজামণ্ডপের পাশে মেলা বসতো, যার ফলে অপ্রীতিকর ঘটনা ঘটতো। এবার পূজামণ্ডপের পাশে কোনো মেলা বসতে দেওয়া হবে না।

তিনি জানান, পূজামণ্ডপে যথাযথ বিদ্যুৎ সরবরাহের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।