ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় দস্যুদের হামলায় ৬ জেলে গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কুয়াকাটায় দস্যুদের হামলায় ৬ জেলে গুলিবিদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটে। এসময় দস্যুদের হামলায় ৬ জেলে গুলিবিদ্ধ হয়েছে।



এছাড়াও তিনটি ট্রলার থেকে মাছ ধরার জাল ও ইঞ্জিনসহ মালামাল লুট করে নিয়ে গেছে দস্যুরা।

সোমবার রাতে জেলেরা মাছ ধরার সময় হঠাৎ এ হামলার ঘটনা ঘটে। সকালে গুলিবিদ্ধ জেলেদের কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, মন্নান মৃধা (৩০), আমির হোসেন (৩০), ইমন আলী (২৫), শাহ আলম (২৬), কাউয়ুম (২৫) ও ফয়সল (২৮)। এদের সবার বাড়ি পটুয়াখালী, ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

কুয়াকাটা আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি হাসান আহসান মোল্লা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উদ্দেশে যাচ্ছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।