ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কালিয়াকৈরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫ ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬জন আহত হয়েছে বলে জানা গেছে।



মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পৌনে ৯টার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নামপরিচয় জানা গেছে। এরা হলেন- পাবনার ছাইতলা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০), কালিয়াকৈর উপজেলার তালাবহ এলাকার নূর ইসলাম ( ৪০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)। বাকি দু’জনের নামপরিচয় এখনো জানা যায়নি।

আহতরা হলেন, গোড়াই এলাকার আমিনুল ইসলাম (২৫) ও বকুল হোসেন (৩২), রবিউল (২২) ও আশরাফুলসহ (২৬) ৬ জন।

আহতদের উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর গোরাই হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কালিয়াকৈরগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক বাসটিকে মির্জাপুর থেকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুস সালাম বলেন, আহতদের মধ্যে ৬ জনকে এখানে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫/আপডেটেড ১২০০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।