ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ধুনটে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আলতাফুন্নেছা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।



নিহত আলতাফুন্নেছা উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের মৃত হাবিবর রহমানের স্ত্রী।

নিহতের মেঝো ছেলে আবু সাইদ বাংলানিউজকে জানান, বাবার মৃত্যুর পর তারা চার ভাই পৃথকভাবে সংসার শুরু করেন। এর মধ্যে ছোট ভাই আবু বক্কার ও তাদের মা আলতাফুন্নেছা এক সংসারে থাকেন। তাদের অভাব অনটনের সংসার।

তিনি আরো জানান, আবু বক্কার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছেন। মাদকের নেশায় আসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আবু বক্কার। এ অবস্থায় মাদকদ্রব্য কেনার টাকা চেয়ে না পেলে মাকে প্রায়ই নির্যাতন করতো।

সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে মায়ের কাছে মাদকদ্রব্য কেনার টাকা চায় আবু বক্কার। কিন্ত মায়ের কাছে টাকা না থাকায় তিনি তা দিতে পারেনি। এ কারণে ক্ষুদ্ধ হয়ে ওঠেন আবু বক্কার। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করার বাঁশের লাঠি দিয়ে তিনি মায়ের মাথায় আঘাত করেন। এতে মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় অচেতন মাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে আলতাফুন্নেছা খাতুনের মৃত্যু হয়।

এদিকে, মায়ের মৃত্যুর সংবাদ জানার পর আবু বক্কার পলাতক রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় ধুনট থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।