ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৫০ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার খড়িয়ালা ও বগৈর গ্রামের লোকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন বগৈর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে বগৈর গ্রামের এক নারী পার্শ্ববর্তী খড়িয়ালা গ্রামের আবু তালেব মিয়ার কাছে পাওনা টাকা আদায় করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সোমবার বিকেলে এই নিয়ে খড়িয়ালা গ্রামের লোকদের সঙ্গে বগৈর গ্রামের লোকদের হাতাহাতি হয়।
এরই জের ধরে মঙ্গলবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আঘাতপ্রাপ্ত হয়ে বগৈর গ্রামের নুরুল আমিন ঘটনাস্থলেই মারা যান।
সংঘর্ষে আহতদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএ