ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষক দিবস অ্যাওয়ার্ড জয়ে ঢাবি উপাচার্যকে অভ্যর্থনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
শিক্ষক দিবস অ্যাওয়ার্ড জয়ে ঢাবি উপাচার্যকে অভ্যর্থনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বিশ্ব শিক্ষক দিবস অ্যাওয়ার্ড-২০১৫’ জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে অভ্যর্থনা জানানো হয়েছে।

গত রোববার (১১ অক্টোবর) ডিইউএমসিজেএএ’র উদ্যোগে তাকে এ অভ্যর্থনা জানানো হয় বলে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



দেশের শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় ও এ বিষয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ এ বছর ‘বিশ্ব শিক্ষক দিবস অ্যাওয়ার্ড-২০১৫’ দেওয়া হয় অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে।

ডিইউএমসিজেএএ’র ওই অভ্যর্থনা অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক স্বপণ কুমার দাস, সহ-সভাপতি এম খায়রুল কবির ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
পিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।