কিশোরগঞ্জ: রাষ্ট্রপতি আবদুল হামিদ অষ্টগ্রাম সফর শেষে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১৪ মিনিটে অষ্টগ্রাম উপজেলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে উঠেন তিনি।
রাষ্ট্রপতি এ সফরে সোমবার (১২ অক্টোবর) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ধলেশ্বরী নদীর উপর তার নিজ নামে নির্মিত রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু ও ম্যুরাল উদ্বোধন করেন।
একইদিনে তিনি অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাবেশে যোগদান করেন এবং বক্তব্য রাখেন। ওইদিন তিনি অষ্টগ্রাম উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোতে রাত্রিযাপন করেন।
মঙ্গলবার সকালে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেওয়ার আগে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএ