রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার আলুটাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত কোনিও হোশির মরদেহ মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কঠোর গোপনীয়তায় ইসলামী শরিয়া মতে তাকে দাফন করা হয়েছে।
এর আগে রাত ৩টায় রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট প্রিয়সিন্ধু তালুকদার বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিটি মেয়র শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু জানান, রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের তার কাছ থেকে অনুমতি নেয় জেলা প্রশাসন।
৩ অক্টোবর নগরীর কাউনিয়া উপজেলার আলুটাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোশি। এরপর থেকে তার মরদেহ রংপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর১৩, ২০১৫
এসএইচ