ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শ্যামপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রাসেল (২৪) নামে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে তার মৃত্যু হয়।

রাসেলের বাড়ি খুলনা সদর এলাকায়। ১০ অক্টোবর (শনিবার) শ্যামপুর বরইতলা এলাকায় রাসেল ছিনতাইকারীর কবলে পড়েন।

রাসেলের ফুফা ফারুক হোসেন বাংলানিউজকে জানান, আমাদের বাসা পশ্চিম জুরাইনে। রাসেল খুলনা থেকে আমাদের বাসায় বেড়াতে এসেছিলো।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় বরইতলা এলাকায় সে ২/৩ জন ছিনতাইকারীর কবলে পড়ে। পরে ছিনতাইকারীরা রাসেলের তলপেটে ছুরিকাঘাত করে।

এসময় তার কাছে থাকা ২ হাজার ৫শ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে রাসেলকে আহত অবস্থায় ঢামেকে ভর্তি করলে মঙ্গলবার মধ্যরাতে মারা যায়।

ঢামেক মেডিকেল ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এজেডএস/আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।