খুলনা: খুলনায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জ্ঞানই জীবন’।
সভায় সভাপতির বক্তৃতায় খুলনার জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল বলেন, দুর্যোগ প্রশমন ও দুর্যোগ মোকাবেলায় প্রাণীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা প্রধান বিষয়। গাছপালা কেটে ধ্বংস করা ও নদী থেকে বালু উত্তোলনের মতো কাজ মানুষের সৃষ্ট দুর্যোগ।
তিনি আরও বলেন, নদী ভরাট ও জোয়ার-ভাটার কারণে বাঁধের আশেপাশে বসবাসকারী জনগোষ্ঠী নিয়মিত দুর্যোগের মধ্যে রয়েছে। তাদের দুর্দশা লাঘব করা আমাদের দায়িত্ব। যেহেতু দুর্যোগ একেবারে নির্মূল করা যাবে না, তাই একে প্রশমিত করার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে।
দুর্যোগ প্রশমনে বাস্তবভিত্তিক জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সাধারণ জনগোষ্ঠীকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে তোলারও আহ্বান জানান জেলা প্রশাসক।
সভায় আরও বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন, খুলনা মহানগর জাতীয় মানবাধিকার ইউনিটের সভাপতি শেখ আব্দুল হালিম এবং প্রদীপনের প্রকল্প কর্মকর্তা আবু মোজাফ্ফর মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের প্রকল্প সমন্বয়কারী পলাশ কান্তি হালদার।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে সভাপতি দুর্যোগ বিষয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে সকাল নয়টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি খুলনা অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমআরএম/এএসআর