ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রাম থেকে আঙ্গুরা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
আঙ্গুরার বাবা শৈলকুপা উপজেলার তামিনগর গ্রামের নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ৩ বছর আগে তার মেয়ের সঙ্গে আবু বকরের বিয়ে হয়। আবু বকরের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর এটি তার দ্বিতীয় বিয়ে। আগের স্ত্রীর দু’টি শিশু সন্তান আছে। বিয়ের পর জামাই আঙ্গুরাকে নির্যাতন করত। প্রায়ই তার কাছে টাকা দাবি করত। জামাই তার সঙ্গেও ভাল ব্যবহার করত না।
সোমবার রাত ১টার দিকে আঙ্গরা অসুস্থ বলে আমাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আমি জামাই বাড়ি এসে দেখি আঙ্গুরা মারা গেছে।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএ