টাঙ্গাইল: টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে মহাসড়ক অবস্থান নিয়ে সমাবেশ করেছেন কাদের সিদ্দিকী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড পয়েন্টে অবস্থান নেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার কর্মীরা।
এ সময় কর্মীরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে দুই পাশে অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এরপর সড়ক থেকে সরে গিয়ে পাশের বল্লা রোডে সমাবেশ করেন কাদের সিদ্দিকী।
এরআগে দুপুর সাড়ে ১২টায় রির্টানিং কর্মকর্তা কাদের সিদ্দিকী দম্পতির মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে ঋণ খেলাপির দায়ে তা বাতিল ঘোষণা করেন। এর প্রতিবাদে বুধবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। বুঝিয়ে-শুনিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর
** কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল, প্রতিবাদে হরতাল
** কাদের সিদ্দিকী দম্পতির মনোনয়নপত্র বাতিল