ঢাকা: গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
এর আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ১৮টি বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বার্ষিক কর্ম সম্পাদন অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার ও মন্ত্রণালয়ের সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে কোনো দ্বন্দ্ব-সংঘাত তো হবেই না, উল্টো আরও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে। উৎসব এমনই হবে যে, গাছে একটি ফুলও থাকবে না।
দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠানকে বিএনপি’র ‘দুরভিসন্ধি’ মন্তব্যের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, কেউ যদি ভালো কাজকে অসৎ দেখে, তাহলে তার দৃষ্টিভঙ্গীর ব্যাপার। আমরা কিছু করতে পারবো না। ওরা যদি ভাল কাজেও খারাপ দেখে তাহলে তাদের চোখের অস্ত্রপচার আমরা কিভাবে করবো?
সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,আপনারা সাংবাদিকরা ওদের মন ও চোখ পরিস্কার করেন।
স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে কেনো করা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটাতো আগে থেকেই হয়ে আসছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সবাই নিজ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা বলে। বাড়ি বাড়ি গিয়ে ভোটও চাচ্ছে দলীয় পরিচয়ে। এইটা আমরা ওপেন করে দিচ্ছি। প্রার্থীরা দলীয় পরিচয়েই নির্বাচন করবে। তৃণমূল পর্যায়ে উৎসবের মধ্য দিয়ে নির্বাচন হবে।
নির্বাচনি এ ব্যবস্থা প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটা ওয়ার্ডে তিনশ বাড়ি, আত্মীয়-স্বজনদের মধ্যেইতো প্রার্থী হবেন। মারামারি কাটাকাটি হবে না।
স্থানীয় পর্যায়ের নির্বাচনে দলীয় যারা নিরপেক্ষতা চান, তাদের নিরুৎসাহিত করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, সে ব্যবস্থা রয়েছে।
ব্যক্তিগত মতামত তুলে ধরে মন্ত্রী বলেন, আমার মনে হয় নিরপেক্ষ প্রার্থীই বেশি হবে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫/আপডেট: ১৫১৮ ঘণ্টা
এসএমএ/আরএইচ