ঢাকা: নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পৌরসভার নির্বাচন হতে পারে। আইন অনুযায়ী ওই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শাহ নেওয়াজ বলেন, হয়তো ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ২৫০টির মতো পৌরসভায় নির্বাচন হবে। কেননা, আইন নির্ধারিত সময় অনুযায়ী ওই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে। নির্বাচন হবে দলীয় প্রতীক নিয়ে। এ ক্ষেত্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্যান্য পদগুলোর জন্য আলাদা রঙের ব্যালট পেপার থাকবে।
তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের জন্য আইন সংশোধন করা হচ্ছে। এজন্য আমাদেরও নির্বাচনের কিছু বিধি সংশোধন করতে হবে। সংশোধন করেই নির্বাচন করব। কিছু সমস্যা থেকে গেলেও প্রয়োজনে বেশি লোকবল নিয়োগ দিয়ে নির্বাচন করব।
নির্বাচন কমিশনার আরও বলেন, আইন না হয়ে অধ্যাদেশ হলেও একটু বেশি পরিশ্রম করে যাতে সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন করতে পারি সেই চেষ্টা করব। কয় ধাপে নির্বাচন হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি। বাস্তব সম্মতভাবেই নির্বাচন করা হবে। আর এ সিদ্ধান্ত কমিশন বৈঠকে নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ইইউডি/এমজেএফ