গাজীপুর: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ৠালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক এস.এম আলম ৠালির উদ্বোধন করেন।
রাজবাড়ি মাঠে ৠালি শেষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে আত্মরক্ষায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ইউনিট ও গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা অংশ নেন।
পরে ‘জ্ঞানই জীবন’- এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাহেনুল ইসলাম (শিক্ষা), গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএইচ