ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ৠালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক এস.এম আলম ৠালির উদ্বোধন করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ৠালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাজবাড়ি মাঠে ৠালি শেষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে আত্মরক্ষায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ইউনিট ও গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা অংশ নেন।

পরে ‘জ্ঞানই জীবন’- এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাহেনুল ইসলাম (শিক্ষা), গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।