ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর উপজেলায় বাসের চাপায় এক বৃদ্ধা ও এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার বেড়তলা ও বিকেল ৩টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সরাইল উপজেলার বেড়তলা এলাকার মনোয়ারা বেগম (৬২) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের হাকিম (১৬)। হাকিম মাধবপুর উপজেলা সদরের একটি ফাস্টফুডের দোকানের কর্মচারী।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, বিকেলে হাকিম ওই মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সরাইলের বেড়তলা এলাকায় যমুনা পরিবহনের একটি বাস পথচারী ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাসটি কসবার কুটি চৌমুহনী থেকে ঢাকা যাচ্ছিল।
তিনি আরো জানান, বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এছাড়া দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ মহাসড়ক অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই