ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ইঁদুর নিধনে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মানিকগঞ্জে ইঁদুর নিধনে র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: কৃষকদের সচেতন করে তুলতে মানিকগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের উপ-পরিচালক আলীমুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তার বলেন, ইঁদুর ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর। এর হাত থেকে রক্ষা পেতে ইঁদুর নিধন প্রয়োজন।

বক্তারা সভায় উপস্থিত ২০০ কৃষককে ইঁদুর নিধন সর্ম্পকে যথাযথ ধারণা দেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।