বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার বাঁশেরহাট এলাকার সন্ধ্যা নদী থেকে মো. শামীম সরদার (২২) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার রাতে ডিঙ্গি নৌকা নিয়ে মুলাদীর জয়ন্ত নদীতে শামীম সরদার ও জাকির বেপারী নামে দুই জেলে মাছ ধরছিলেন। মধ্যরাতে একটি লঞ্চের ধাক্কায় ডিঙ্গি নৌকা ডুবে গেলে দুই জেলে নিখোঁজ হন।
দুপুরে স্বজনরা খোঁজ করতে এসে সন্ধ্যা নদীতে শামীম সরদারের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তবে এখনো অপর জেলে জাকির বেপারীর (২৫) সন্ধান পাওয়া যায়নি।
ওসি আরো জানান, স্বজনরা মৃতদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চান। তবে এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএ