গাজীপুর: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১০ম শ্রেণি পড়ুয়া কিশোরীকে হত্যা করেছে এক বখাটে।
মঙ্গলবার (অক্টোবর ১৩) দুপুরে উপজেলার টান সূত্রারপুর উত্তর গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কবিতা রানী দাস (১৫), ওই এলাকার সাগর মনি দাসের মেয়ে। সে স্থানীয় বোর্ডঘর এলাকার বিজয় স্মরণী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় ওই এলাকার রাম চন্দ্র মনি দাসের ছেলে বিক্রম মনি দাসকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কবিতা রানী টেস্ট পরীক্ষা দিতে স্কুলের উদ্দেশে বের হয়। পরে বিক্রম মনি দাস তাকে প্রেমের প্রস্তাব দেয়। কবিতা অস্বীকৃতি জানালে স্কুলের পাশেই কবিতাকে ছুরিকাঘাত করে সে। এতে ঘটনাস্থলেই কবিতার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন বিক্রমকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং বিক্রমকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরআই