সাতক্ষীরা: আইনের দৃষ্টিতে বিচারপ্রার্থীরা সবাই সমান। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি অথবা কে জামায়াত এটা বিচারকের কাছে মূখ্য নয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি বর্তমানে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোনো চাপ নেই। দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন।
এ সময় তিনি চলমান সংস্কার প্রক্রিয়ায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম হায়দার আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি, গভর্নমেন্ট প্রসিকিউটার (জিপি) অ্যাডভোকেট গাজী লুৎফর রহমান, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৯ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর