চাঁদপুর: চাঁদপুর শহরের সেন্ট্রাল হাসপাতালে রোগীর মোবাইল চুরির অভিযোগে এক যুবককে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হাসপাতালের স্টাফ অনিতা (৪০), রাব্বি (২৫) ও স্থানীয় যুবক জুয়েল (২৫)।
পুলিশ জানায়, সোমবার দুপুরে শহরের জেএম সেনগুপ্ত রোডে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালের ৪০৮ নং কেবিনে থাকা মতলব দক্ষিণ নলুয়া থেকে আসা শান্তা বেগম নামে এক রোগীর মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাছির নামে যুবককে হাসপাতালের লোকজন আটক করে। তারা ওই যুবককে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালায়। মাথা ন্যাড়া করে গালায় জুতার মালা পরিয়ে বেল্ট দিয়ে পেটানো হয় তাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের স্টাফরা মোবাইল চোর নাছিরকে টেনে হাসপাতালে সিঁড়ি দিয়ে ৪র্থ তলার ছাদে উঠায়। সেখানে জুতা দিয়ে তাকে একে একে সব স্টাফ মারধর করে। এক পর্যায়ে মাথা ন্যাড়া করে দেয় তারা। তাকে জুতার মালা পরিয়ে বেল্ট দিয়ে পিটাতে পিটাতে ছাদ থেকে নিচে নামায় তারা।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, চুরির অভিযোগে আটক হওয়ার পর যুবককে আইনের হাতে তুলে দেওয়া উচিৎ ছিল হাসপাতাল কর্তৃপক্ষের।
নির্যাতনের বিষয়টি জানতে পেরে দুপুরে ওই হাসপাতাল থেকে তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড