ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে ২৫ লাখ টাকার হেরোইনসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
নড়াইলে ২৫ লাখ টাকার হেরোইনসহ আটক ৪ ছবি: প্রতীকী

নড়াইল: নড়াইলে ২৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিতারামপুর এলাকায় নড়াইল-যশোর সড়ক থেকে তাদের আটক করা হয়।

এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটকরা হলেন, যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার পাঁচপোতা গ্রামের জালাল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী অহিদা বেগম (৩৪), যশোর সদর উপজেলার চাচড়া গ্রামের কাজী আবু বক্কারের ছেলে খশরুল আলম (৩৬) এবং প্রাইভেটকারের চালক শাহিন (২৬)।

ডিবির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করীম বাংলানিউজকে জানান, সিতারামপুর এলাকায় একটি মাইক্রোবাস চেকপোস্ট অতিক্রমকালে পুলিশের সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ২৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ চার জনকে আটক করা হয়।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের নামে নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।