নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় হারুন অর রশিদ (৫২) নামে ১০ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রাধানগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুন অর রশিদ উপজেলার কুমারডাঙ্গা গ্রামের ওদুদ শেখের ছেলে।
লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অলিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ১৯৯৬ সালে ট্রলারে সংঘটিত একটি অপরাধে নরসিংদীর আদালতে হারুনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
এ মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয়। এরপর ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন বলে জানান এএসআই।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড