ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নৌবাহিনী প্রধানের ভৈরব নদীর খনন কাজ পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
নৌবাহিনী প্রধানের ভৈরব নদীর খনন কাজ পরিদর্শন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব

ঢাকা: চলছে ভৈরব নদীর পুনঃখননের কাজ। ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স নারায়ণগঞ্জ ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ৭০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে এ খনন কাজ শুরু হয়েছে।



মঙ্গলবার (১৩ অক্টোবর) মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলায় কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপি মো. মকবুল হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সেলিনা আকতার বানু।

নাব্যতা কমে যাওয়ায় সরকার কর্তৃক দেশের প্রায় ৫৩টি নদ-নদী খননের স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষে মুজিবনগরের রসিকপুর থেকে কাথুলী পর্যন্ত ২৯ কিলোমিটার এলাকাজুড়ে চলছে খনন কাজ। ইতোমধ্যে কাজের প্রায় ২৫ শতাংশ শেষ হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম খুরশীদ মালিক, বন বিভাগের প্রধান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।