ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ২ ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
চুয়াডাঙ্গায় ২ ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ওষুধ কোম্পানির তিন জন প্রতিনিধিকে প্রকাশ্যে গায়ের জামা খুলে শাস্তি প্রদানের ঘটনায় দুই ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবি উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় ওই ঘটনার প্রতিবাদে ও  দুই ম্যাজিস্ট্রেটের অপসারণে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন চুয়াডাঙ্গায় কর্মরত ফার্মাসিউটিকেল মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ।



দুপুর ১টার দিকে তারা  জেলা সদর হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসানের কাছে স্মারকলিপি দেন।
 
চুয়াডাঙ্গা ফারিয়ার আহ্বায়ক নাজমুল হক জানান, আগামী ১৫ অক্টোবরের মধ্যে দুই ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান ও মুশফিকুল আলম হালিমকে অপসারণ না করা হলে জেলার সব ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

এরআগে সোমবার দুপুরে কয়েকজন ওষুধ কোম্পানির প্রতিনিধি নিয়মনীতি না মেনে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের জন্য গেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান ও মুশফিকুল আলম হালিম তিন প্রতিনিধিকে আটক করেন।

পরে অসংযত আচরণের জন্য তাদের গায়ের জামা খুলিয়ে প্রকাশ্যে কান ধরে শারীরিক শাস্তি দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এনএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।