তালা (সাতক্ষীরা): ফেসবুক পেজে অশ্লীল মন্তব্য সহকারে স্থানীয় কলেজ ছাত্রীদের ছবি ও মোবাইল নম্বর দিয়ে হয়রানির অভিযোগে সবুজ নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে, এ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক সবুজ উপজেলার মাঝিয়াড়া গ্রামের আব্দুল গফুর শেখের ছেলে।
মামলার বাদী জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই কলেজছাত্র ফেসবুকে একটি অশ্লীল পেজ তৈরি করেন। এ পেজে তার সহপাঠী ৩০/৩৫ জন ছাত্রীর ছবি আপলোড করেন। তাদের মধ্যে কয়েকজন ছাত্রীর ছবির সঙ্গে মোবাইল ফোন নম্বর সংযুক্ত করে অশ্লীল মন্তব্য সহকারে পোস্ট দেন।
তিনি আরো জানান, এ পেজে দেশি ও বিদেশি বিভিন্ন অশ্লীল ছবি পোস্ট করা হয়। খুব দ্রুত ফেসবুকের এ পেজটি ব্যাপক প্রচারিত হয়। এতে বখাটেরা মোবাইল নম্বর পেয়ে কলেজ ছাত্রীদের বিভিন্ন সময়ে ফোন করে কুরুচিপূর্ণ প্রস্তাব ও অশ্লীল মন্তব্য করে হয়রানি করতে থাকে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে বখাটে ছাত্র সবুজকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড