ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ছবি :আরিফ জাহান / বাংলানিউজটোয়েটিফোর.কম

বগুড়া: বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫ উদযাপন করা হয়েছে। ‘জ্ঞানই জীবন’ প্রতিপাদ্য নিয়ে এবার দেশব্যাপী উদযাপিত হয়েছে দিবসটি।

 

মঙ্গলাবার (১৩ অক্টোবর) বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে গুরুত্বপ‍ূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।