সাতক্ষীরা: সুপেয় পানি, বিদ্যুৎ সরবরাহ, রাস্তা পাকাকরণ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সব ধরনের নাগরিক অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরা পৌর এলাকার ইসলামপুরবাসী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ইসলামপুরের ওয়াপদা রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা শেরআলী সিরাজ, শেখ পিয়ার আলী, আশরাফ হোসেন, রনি হোসেন, মঞ্জু আরা বেগমসহ অনেকে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও ইসলামপুরের প্রায় ছয় হাজার মানুষ আধুনিকতার বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। এখানে নেই সুপেয় খাবার পানি। জলাবদ্ধতায় বিপর্যস্ত এখানকার জনজীবন। চলাচলের রাস্তাটি আজও পাকা করা হয়নি। নেই কোনো নাগরিক সুযোগ-সুবিধাও।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে পানি, বিদ্যুৎ সরবরাহ, রাস্তা পাকাকরণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সব নাগরিক অধিকার নিশ্চিতের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই