ফেনী: আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমান খান মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ আদেশ দেন।
তিনি জানান, আগামী ১৭ নভেম্বর থেকে আলোচিত এ মামলার বিচারকাজ দায়রা জজ আদালতে শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০১৪ সালের ২০মে শহরের একাডেমি বিলাসী সিনেমা হলের সামনে দিনে-দুপুরে গাড়িতে আগুন দিয়ে একরামুল হক একরামকে হত্যা করা হয়। এ ঘটনার দুই দিন পরে মামলা দায়ের করেন তার ভাই জসিম।
পুলিশ তিন মাস পরে ৫৬ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়। এ মামলায় এ পর্যন্ত ৪০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড