ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সেপটিক ট্যাংক থেকে মরিয়ম খাতুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সুলতানশাহী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



মরিয়ম খাতুন সৌদি প্রবাসী সুলতানশাহী গ্রামের এমদাদুল হকের মেয়ে।

নিহতের চাচা নাসিরউদ্দিন জানান, ৭ অক্টোবর ওই শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। ৮ অক্টোবর শিশুটির প্রবাসী বাবার কাছে ফোন করে দুর্বৃত্তরা। তারা ওই শিশুকে অপহরণ করেছে বলে জানায়। এ ঘটনার পর তার চাচা থানায় একটি অভিযোগ দাখিল করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, পুলিশ সোমবার এ ঘটনার তদন্ত করতে গিয়ে টয়লেটের সেপটিক ট্যাংকের ভিতর থেকে পঁচা গন্ধ পায়। পরে, সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।