ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নবীনগরে ভূমি অফিসের কর্মচারীকে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
নবীনগরে ভূমি অফিসের কর্মচারীকে মারধর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের অফিস সহকারীকে মারধর করেছেন এক ছাত্রলীগ নেতার বাবা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

এতে ওই কার্যালয়ের অফিস সহকারী মো. শরিফুল ইসলাম (৩২) গুরুতর আহত হন।

এদিকে, এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন (৩০) ও তার বাবা আবুল বাশার মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীনগর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেনের বাবা মো. আবুল বাশার মিয়া দুপুরে মদ্যপ অবস্থায় ওই কার্যালয়ে ঢুকে কর্তব্যরতদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। কিছু সময় পর তার ছেলে মনির লোকজন নিয়ে এসে ওই কার্যালয়ে ঢুকে অফিস সহকারী শরিফুলসহ অন্যদের মারধর করেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউল ইসলাম থানায় খবর দিলে পুলিশ এসে আবুল বাশার ও তার ছেলে ছাত্রলীগ নেতা মনির হোসেনকে আটক করে নিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় অফিস সহকারী আলমগীর হোসেন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।