ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডোমারে গাঁজাসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ডোমারে গাঁজাসেবীর কারাদণ্ড ছবি : প্রতীকী

নীলফামারী: নীলফামারীর ডোমারে বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে জুয়েল আহমেদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত জুয়েল আহমেদ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটী ইউনিয়নের ভাউলাগঞ্জ তেলীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ইউএনও সাবিহা সুলতানা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ডোমার উপজেলার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনছুর আলী বাংলানিউজকে জানান, সোমবার রাতে ডোমার উপজেলার চিলাহাটী মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন জুয়েল আহমেদ। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা জুয়েলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।