বগুড়া: আসন্ন শারদীয় দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার জানান দিতে বগুড়ায় মণ্ডপে মণ্ডপে মহড়া দিয়েছে র্যাব। মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সমন্বয়ে গঠিত র্যাবের সুসজ্জিত টহল দল এ মহড়ায় অংশ নেয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া, জলেশ্বরীতলা, চেলোপাড়া, দত্তবাড়ি, চকসূত্রাপুর, মাটিডালিসহ প্রধান প্রধান পূজা মণ্ডপগুলোতে এ মহড়া দেওয়া হয়।
এসময় র্যাব কর্মকর্তারা পূজা মণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, প্রবেশ ও বাইরের জন্য আলাদা পথ তৈরি, নারী দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশপথ তৈরিসহ বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন।
এছাড়া যে কোনো সমস্যায় র্যাবের দ্রুত উপস্থিতির বিষয়ে মণ্ডপ নেতাদের আশ্বস্ত করা হয়। পূজার শেষ দিন পর্যন্ত র্যাবের এ বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএফএম আজমল হোসেন খান জানান, দুর্গাপূজা সামনে রেখে বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে। সাদা পোশাকে স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমবিএইচ/এএ