নোয়াখালী: মিলনায়তন ভর্তি মা। বারান্দায় এমনকি বাহিরেও শতশত মা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শতভাগ উপস্থিতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মায়েদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।
সমাবেশে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজ উল্লাহ, নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উল্লাহ প্রমুখ। এ সময় মায়েদের পক্ষ থেকেও কয়েকজন মা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
সমাবেশে বিদ্যালয়ের শিশুদের শতভাগ উপস্থিতি ও ক্লাসে মনোযোগ ধরে রাখার লক্ষে বাড়ি থেকে দুপুরের খাবার সরবরাহ করা ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড