ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কবিরহাটে মা সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কবিরহাটে মা সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: মিলনায়তন ভর্তি মা। বারান্দায় এমনকি বাহিরেও শতশত মা।

শিশু শিক্ষার্থীর মায়েদের উপস্থিতিতে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এমন অবস্থার সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শতভাগ উপস্থিতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মায়েদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।

সমাবেশে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজ উল্লাহ, নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উল্লাহ প্রমুখ। এ সময় মায়েদের পক্ষ থেকেও কয়েকজন মা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।  

সমাবেশে বিদ্যালয়ের শিশুদের শতভাগ উপস্থিতি ও ক্লাসে মনোযোগ ধরে রাখার লক্ষে বাড়ি থেকে দুপুরের খাবার সরবরাহ করা ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।