ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ঘরে আগুন লেগে পুড়ে মারা গেছেন ১০৫ বছরের বৃদ্ধা মাজু বেগম।
সোমবার(১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গুণবাহা ইউনিয়নের কামারগ্রামের আতিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আতিয়ার রহমানের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ঘরের ভেতরে থাকা মাজু বেগম বের হতে না পেরে সেখানেই পুড়ে মারা যান। পরে বোয়ালমারী দমকল বাহিনীর একটি দল এসে আগুন নেভায়।
গুণবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, আগুনে পুড়ে মারা গেছেন আতিয়ার রহমানের শাশুড়ি মাজু বেগম। এছাড়া নগদ ৫০ হাজার টাকাসহ আতিয়ার রহমান, হাবিবুর রহমান ও একেএম মুসার টিনের তিনটি বসতঘর পুড়ে গেছে। এর ফলে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বাংলানিউজকে জানান, আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএসআর