ঢাকা: চারজনকে ওএসডিসহ সাত অতিরিক্ত সচিব পদে রদবদল করেছে সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আদেশ জারি করে।
আদেশে সাভার বিপিএটিসি’র এমডিএস ফেরদৌস আক্তার, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান তাপস কুমার রায়, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদফতরের নিবন্ধক বিজন কুমার বৈশ্য এবং জীবন বীমা করপোরেশনের পরিচালক মো. আব্দুল মান্নানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত মো. এ কে এম ফজলুল হককে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া বিপিএটিসিতে সংযুক্ত মো. আনোয়ারুল ইসলাম শিকদারকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান এবং স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিটের প্রকল্প পরিচালক কাজী আব্দুল নূরকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদফতরের নিবন্ধক করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএমএ/এসকে/এমজেএফ/