ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত দুই দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।

মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


 
এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

তবে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব কেটে যেতে পারে বলে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়।

এদিকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় গত ছয় ঘণ্টায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। যদিও বেলা ১১ থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে।
 
দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার কারণে মগবাজার, মালিবাগ, শান্তিনগর, রামপুরা, তেজগাঁওসহ বেশ কিছু এলাকার ঘর-বাড়ি ও দোকানপাটে পানি উঠার খবর পাওয়া গেছে। ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনায়, ৪১ মিলিমিটার। এছাড়া বরিশালে ৩৫ মিলিমিটার, ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
টিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।