ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ট্রাকচাপায় পা হারালেন শিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বোয়ালমারীতে ট্রাকচাপায় পা হারালেন শিক্ষক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বোয়ালমারী পৌরসভার হক মার্কেটের সামনে ট্রাকচাপায় পা হারিয়েছেন নিউ মডেল প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক গৌতম কুমার সাহা (৩৭)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে গৌতম কুমার সাহা ট্রাকচাপায় গুরুতর আহত হন।



এসময় স্থানীয় লোকজন ওই ট্রাক (যশোর-ট ১১-২৮০৩) ও  চালক মিনারুলকে (৩০) আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আহত গৌতমকে প্রথমে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদ ও চালকের বিচার দাবিতে শিক্ষার্থীরা দুর্ঘটনার স্থানে বোয়ালমারী কামারগ্রাম সড়ক অবরোধ করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ কর্মকর্তারা বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয়।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস শুভ বাংলানিউজকে জানান, আহত শিক্ষকের ডান পা কেটে বাদ দেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।