সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চর শালগ্রাম থেকে লিটন মিয়া (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
লিটন ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশের কাঁঠাল গাছে পরনের লুঙ্গি গলায় পেঁচানো অবস্থায় লিটনের মৃতদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে দুপুরের দিকে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল হোসেন জানান, দাম্পত্য কলহের জের ধরে লিটনের স্ত্রী বাবার বাড়ি অবস্থান করছিলেন। ঘটনার আগের দিন তিনি স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি গেলে স্ত্রীসহ শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তার ঝগড়া হয়। এর পরদিন (মঙ্গলবার) বাড়ির পাশের গাছে লিটনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে এসআই শাহীন আলম জানান, লিটন আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই