ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবন বিধ্বংসী সব প্রকল্প বাতিলের দাবিতে অভিযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
সুন্দরবন বিধ্বংসী সব প্রকল্প বাতিলের দাবিতে অভিযাত্রা ছবি : সোহাগ / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: রামপাল, ওরিয়ন বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবন বিধ্বংসী সব প্রকল্প বাতিল ও প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষার দাবিতে ১৩ থেকে ১৫ অক্টোবর সুন্দরবন রক্ষা অভিযাত্রা করবে সিপিবি-বাসদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তারা এ অভিযাত্রা শুরু করে।



অভিযাত্রার শুরুতে প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, একই দলের সাবেক সভাপতি মনজুরুল আহসান খান।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, রামপাল, ওরিয়ন বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবন বিধ্বংসী সব প্রকল্প বাতিল না করা হলে দেশের বড় ধরনের প্রাকৃতিক ক্ষতি হবে। আর ভ‍ুক্তভোগী হবে দেশের সাধারণ মানুষ। পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য পড়বে হুমকিরমুখে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এনএইচএফ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।