ঢাকা: বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে রাজধানীর অভিজাত আলমাস সুপার শপকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে গুলশান-১ এ ওই সুপার সপে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বাংলানিউজকে জানান, গুলশান-১ এলাকার আলমাস সুপার শপ বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের বেবি ফুড (শিশুদের খাবার), জুস এবং প্রসাধনী সামগ্রী বিক্রি করছিল।
অভিযানে এসব বিষয় প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এনএইচএফ/এমএ