ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৫’ পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
সাভারে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৫’ পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ‘জ্ঞানই জীবন’এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৫’।

সাভার দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সাভার উপজেলা চত্বর থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য ৠালি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যা সহ স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আলোচনা সভায় দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সকলকে অবহিত করা হয়। এ সময় বক্তারা বাংলাদেশে যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।