নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাকার মোড়ে বাসের চাপায় সোহেল রানা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা একই উপজেলার মৌখাড়া গ্রামের আব্দুল রহমান সরকারের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেল নিয়ে রাজাকার মোড় পার হচ্ছিলেন সোহেল। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই