ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মাসব্যাপী হুমায়ুন জন্মোৎসবের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ফরিদপুরে মাসব্যাপী হুমায়ুন জন্মোৎসবের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হুমায়ুন স্মৃতি পরিষদ, ফরিদপুর মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাসব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন।



শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম, প্রফেসর আলতাফ হোসেন, সম্পাদক মফিজ ইমাম মিলন, রেজাউল মৃধা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন স্মৃতি পরিষদ ফরিদপুরের সভাপতি মিসেস শামীম আরা বেগম।

উৎসবে থাকছে হুমায়ুন আহমেদ রচিত গ্রন্থ, স্মারক গ্রন্থ, নাসির আলী মামুনের তোলা আলোকচিত্র, পত্র-পত্রিকার কাটিং প্রদর্শনী ও শতাধিক ছাত্রীর হুমায়ুন আহমেদ গ্রন্থের সমবেত পাঠের আয়োজন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।