ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বাস খাদে পড়ে পুলিশসহ আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
রাজবাড়ীতে বাস খাদে পড়ে পুলিশসহ আহত ৩০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে আসলাম নামে এক পুলিশ সদস্যসহ ৩০ যাত্রী আহত হয়েছে।
 
মঙ্গরবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
আহতদের মধ্যে পুলিশ সদস্য আসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি গোয়ালন্দ ঘাট থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
 
আহত অন্যদের মধ্যে ১৪ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৌরভ শিকদার বাংলানিউজকে জানান, পুলিশ সদস্য আসলামের মাথায় ও কানে জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে সদর হাসপাতালে আসেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।